সবুজ হৃদয়ের স্পন্দন

বাংলাদেশের সবচেয়ে বড় তথ্য ভিত্তিক একটি ওয়েব সাইট

ad

Wednesday, August 17, 2016

আপনার এলাকায় 3G NET না থাকলেও ফুল স্পিডে 3G ব্যাবহার করতে পারবেন

আসা করি আল্লাহর অশেষ মেহের বানিতে সকলেই অনেক ভালো অছেন।আপনাদের ভালোবাসা আর আল্লাহর কৃপাতে আমিও অনেক ভালো আছি।অনেকের অনুরোধের পরেই, আজকে আপনাদের মাঝে একটি নতুন টিউন নিয়ে হাজির হয়েছি। আজকরে টিউনটি হচ্ছে 3G NET ব্যাবহার।আজকের টিউনটি এর আগে এত সুন্দর করে প্রকাশ করা হয়নি। কাজেই সবার বুঝার সুবিধার জন্যে আমি স্কিনশট সহ টিউনটি করলাম।


যা কিছু প্রয়োজনঃ 



১।  একটি ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিইউটার,

২। একটি ইন্টারনেট মডেম,

৩।  একটি ৭ মিটার USB CABLE

৪।  একটি টেবিল ফ্যানের খাচা,(ডিস টিভি এ্যান্টেনা হলে ভালো হয়)
৫। এক মিটার এ্যালোমিনিয়ামের তার,
৬। একটি সিলভারের বড় পাত্র (ঘটি),
৭। লম্বা একটি বাঁশ।

কাজের ধাপ সমূহঃ

প্রথম ধাপঃ

প্রথমে এন্টেনা তৈরী করতে হবে। কারন এই এন্টেনার সাহায্যেই অনেক দুরের 3G NET রসিভ করতে পারবেন।

প্রথমে টেবিল ফ্যানের খাচাটা নিন। তার পরে রাউন্ড করে এ্যালোমিনিয়ামের তারটি জড়িয়ে নিন। তার পর সিলভারের পাত্রটি (ঘটি) পিছন দিকে বড় ছিদ্র করুন। তারপরে ফ্যানের খাচার সাথে পিছন দিকে জুড়ে দিন। আপনার প্রাথমিক এ্যন্টেনা তৈরী হয়ে গেলো।











বিঃদ্রঃ এ্যালোমনিয়ামের তার সিগনাল ধরতে সাহা্য করে। আর ফ্যানের খাচা ডিশ টিভির এ্যান্টেনার কাজ করে।

দিতীয়ো ধাপঃ


USB CABL দ্বারা ইন্টারনেট মডেমটি কম্পিইউটারের সাথে কানেক্ট করুন।
তার পর মডেমটি সিলভারের পাত্রের ছিদ্র দিয়ে ফ্যানের খাচার মাঝ বরাবর সম্পুর্ন বার করে রাখুন।











তৃতীয়ো ধাপঃ

তার পরে মডেম সহ এ্যান্টেনা টি বাঁশের সাহায্যে যত টা সম্ভব উচুতে রেখে দিন।



মডেমের মুখ কাছের কোন (যে সিমটি চালাবেন) 3G টাওয়ারের (১২ কিঃলোঃ মধ্যে) দিকে মখ করে রাখবনে।





 


 
চতুর্থ ধাপঃ


আপনার পিসিতে মডেমের SOFT টি Open করুন।



 
 



মডেমটি কানেকশান থাকলে,

সিটিং এ যান



নেটওয়ার্ক  সিটিং এ যান



নেট মুড ONLY 3G  করে দিন।



SAVE দিয়ে বার হয়ে যান।।



এইবার খেয়াল করুন 3G NET সিগনাল SHOW  করেছে।

এই বার মনের আনন্দে 1mbps ‍Speed এ নেট চালান৷



বিঃদ্রঃ কোন প্রকার ভুল হলে, ক্ষমার দৃস্টিতে দেখবেন।

আমার টিউনটি কারো বুঝতে সমস্যা হলে,
টিউমেন্টে(কমেন্টে) জানাতে ভুলবেন না।

প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেসবুকে আমি রাইটার সবুজ











 




Friday, May 13, 2016

আপনার পিসিকে দূর থেকে ফোন দ্বারা নিয়োন্ত্রন করুন, একই সাথে পি সি তে টাচ ডিস্প্লে ব্যাবহার করুন।

সবাই কেমন আছেন।আশা করি আল্লাহর অসেষ মেহের বানিতে সকলেই ভালো আছেন।
আজ আমি আপনাদেরকে একটি চরম টিপস দিবো। যাতে করে আপনারা আপনাদের সব ধরনের কম্পিইউটারকে ফোন থেকে সম্পুর্ন নিয়োন্ত্রন করতে পারবেন।এইখানে একই সাথে মাউস, কি-বোর্ড, ডিস্প্লে শেয়ার সহ, অরো অনেক কিছু করতে পারবেন!!! তো চলুন দেখা জাক আজকের এই সিস্টেমটি যে ভাবে সম্পুর্ন করবেন. তবে টি টি তে এর আগে এই ধরনের টিউন হয়েছ, কিন্তু  অনেকের বুঝতে অনেক সমস্যা হয়েছে।তাই আমি অনেক সহজ করে টিউন করার চেস্টা করলাম।

যা যা প্রয়োজন
১। একটি ল্যাপটপ (ডেক্সটপ হলে wi-fi এডেপ্টার লাগবে)।
২। একটি এন্ড্রয়েড ফোন/ট্যাব।

যা কিছু ডাউনলোড করতে হবে

১। Vnc সফ্টওয়ার (১২.১৬ এম বি) (পি সি-এর জন্যে)      ডাউনলোডকরুন

    **সিরিয়াল নাম্বার   FF823-HPKPU-352HG-XTPAW-C8PWA
  
২। Vnc সফ্টওয়ার (৪.৫৮ এম বি) (এন্ড্রয়েড/ট্যাবের জন্যে)   ডাউনলোডকরুন

সফ্টাওয়ার ইনিস্টল করার পদ্ধতি

পি সির জন্য নির্ধারিত Vnc সফ্টটি ইনিস্টল করুন…

 

Ok প্রেস করুন









  
Next প্রেস করুন


I accept the agreement মার্ক করে Next প্রেস করুন
 













Next প্রেস করুন
















Next প্রেস করুন
















Next প্রেস করুন















Next প্রেস করুন














Next প্রেস করুন















Next প্রেস করুন


 












Yes প্রেস করুন 
.





 








হাইড বাটনে ক্লিক করুন

















ফিনিস বাটনে ক্লিক করুন 














ইনিস্টলের কাজ শেষ


ফোনের জন্যে নির্ধারিত vnc.apk এ্যাপ টি ইনিস্টল করুন

 








 






 














 
















কাজের প্রক্রিয়া




আপনার ফোনের wi-fi হটস্পট টি অন করুন।
 

















আপনার পিসির এ্যাডমিনিস্টরে পাসওয়ার্ড দিন ১২৩৪৫৬৭৮ 














এবার সেভ দিন।















পিসির সাথে ফোনের wi-fi টি কানেক্ট করে নিন
































এবার পিসির start মেনুতে ক্লিক করুন> RealVNC তে ক্লিক করুন>  VNC Server টি ওপেন করুন।

এ্যাডমিনিস্টরে কমান্ড চাইলে yes করে দিন

এবার চিত্রের মতো একাধিক IP এ্যড্রেস খেয়াল করুন। এটি মনে রাখুন ।



















আপনার ফোনের vnc viewer লান্স বা ওপেন করুন
 


 















তার পরে + চিহ্নে ক্লিক করুন


















তার পরে.. এ্যড্রেস এর ঘরে আপনার ঐ IP এ্যড্রেসটি বসিয়ে দিন(যে IP টি মনে রাখতে বলেছিলাম)

আর নামের স্থানে পিসির ইউজার নেম বসিয়ে দিন

















সেভ বা ওকে প্রেস করুন।

এবার কানেক্ট বাটনে ক্লিক করুন




















বি:দ্র: একাধিক IP থাকলে একটা একটা করে ট্রাই করতে পারেন, IP মেচ না করলে, মসেজ সো নাও করতে পারে।

সব বিছু ঠিক থাকলে একটা মেসেজ দিবে , yes প্রেস করুন
 



















ইউজার নেমে লিখুন, আপনার পিসির ইউজার নেম...

আর পাসওয়ার্ড দিন ১২৩৪৫৬৭৮



















এবার কানেক্ট বাটনে প্রেস করুন।



















ব্যাস কাজ সেষ। এবার আপনি আপনার কম্পিইউটারকে টাচ হিসাবে ব্যাবহার করুন। (আমার ফোনে, পি.সির স্কিন show করেছে)





কোন প্রকার সমস্যা হলে আমাকে ফোনে 01739001035 নাম্বারে জানাবেন।
 
আর কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমার ফেসবুক টাইমলাইনে (রাইটার সবুজ)  ‍ঘুরে আসার আমন্ত্রন জানালাম




HSC Results 2018 ।। Jessore Board

Admin

Admin
visited of india, 2016

Popular Posts