
যা কিছু প্রয়োজনঃ
১। একটি ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিইউটার,
২। একটি ইন্টারনেট মডেম,
৩। একটি ৭ মিটার USB CABLE
৪। একটি টেবিল ফ্যানের খাচা,(ডিস টিভি এ্যান্টেনা হলে
ভালো হয়)
৫। এক মিটার এ্যালোমিনিয়ামের
তার,
৬। একটি সিলভারের বড় পাত্র
(ঘটি),
৭। লম্বা একটি বাঁশ।
কাজের ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে এন্টেনা তৈরী করতে
হবে। কারন এই এন্টেনার সাহায্যেই অনেক দুরের 3G NET রসিভ করতে পারবেন।
প্রথমে টেবিল ফ্যানের
খাচাটা নিন। তার পরে রাউন্ড করে এ্যালোমিনিয়ামের তারটি জড়িয়ে নিন। তার পর সিলভারের
পাত্রটি (ঘটি) পিছন দিকে বড় ছিদ্র করুন। তারপরে ফ্যানের খাচার সাথে পিছন দিকে জুড়ে
দিন। আপনার প্রাথমিক এ্যন্টেনা তৈরী হয়ে গেলো।
বিঃদ্রঃ এ্যালোমনিয়ামের
তার সিগনাল ধরতে সাহা্য করে। আর ফ্যানের খাচা ডিশ টিভির এ্যান্টেনার কাজ করে।
দিতীয়ো ধাপঃ
USB CABL দ্বারা ইন্টারনেট
মডেমটি কম্পিইউটারের সাথে কানেক্ট করুন।
তার পর মডেমটি সিলভারের
পাত্রের ছিদ্র দিয়ে ফ্যানের খাচার মাঝ বরাবর সম্পুর্ন বার করে রাখুন।
তৃতীয়ো ধাপঃ
তার পরে মডেম সহ এ্যান্টেনা
টি বাঁশের সাহায্যে যত টা সম্ভব উচুতে রেখে দিন।
মডেমের মুখ কাছের কোন
(যে সিমটি চালাবেন) 3G টাওয়ারের (১২ কিঃলোঃ মধ্যে) দিকে মখ করে রাখবনে।
চতুর্থ ধাপঃ
আপনার পিসিতে মডেমের SOFT
টি Open করুন।
মডেমটি কানেকশান থাকলে,
সিটিং এ যান
নেটওয়ার্ক সিটিং এ যান
নেট মুড ONLY 3G করে দিন।
SAVE দিয়ে বার হয়ে যান।।
এইবার খেয়াল করুন 3G
NET সিগনাল SHOW করেছে।
এই বার মনের আনন্দে
1mbps Speed এ নেট চালান৷
বিঃদ্রঃ কোন প্রকার ভুল
হলে, ক্ষমার দৃস্টিতে দেখবেন।
আমার টিউনটি কারো বুঝতে
সমস্যা হলে,
টিউমেন্টে(কমেন্টে) জানাতে
ভুলবেন না।
প্রয়োজনে আমার সাথে যোগাযোগ
করতে পারেন।
ফেসবুকে আমি রাইটার সবুজ